বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজৈরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর রাজৈরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে কাজল বাড়ৈই (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঝড় বৃষ্টি শেষে স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর গিয়ে দেখে মাটিতে লুটিয়ে আছে, উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক রোগীকে পরীক্ষা করে দেখে মৃত ঘোষণা করে । এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের দায়িত্ব রত চিকিৎসক । মাদারীপুর সদর মডেল থানার এ,এস,আই রাজ্জাক। নিহত কৃষক একই গ্রামের জ্ঞান বাড়ৈ এর ছেলে বলে জানান ।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে কমলাপুর গ্রামের নিজ জমি থেকে ধান কাটতে বাবার সঙ্গে যান কাজল। পরে হঠাৎ করে তুমুল বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তার কাছাকাছি বজ্রপাত পতিত হয় এবং তার শরীরে এসে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে জমির মধ্যে লুটিয়ে পড়ে যান সেখান থেকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে যায় ।

পরে গুরুতর আহত অবস্থায় তার বাবাসহ অন্যান্য কৃষকেরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়