
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০২ (গোপালপুরু-ভূঞাপুর) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। তবে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান প্রার্থীতা প্রত্যাহার করায় ৩ জন প্রার্থী প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু (ধানের শীর্ষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. হুমায়ুন কবির (দাঁড়িপাল্লা), এবং জাতীয় পার্টির (এরশাদ) হুমায়ুন কবির তালুকদার (লাঙ্গল) বৃহস্পতিবার থেকে প্রচার প্রচারণা শুরু করেছেন। রির্টানিং অফিসার প্রার্থীদের মাঝে প্রতীখ বরাদ্দ দেয়ার পর প্রার্থীগণ বৃহস্পতিবার থেকে প্রচার প্রচারণা শুরু করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিতে মসজিদ, মন্দির, গির্জা, আদালতে প্রচার, জীবন্ত প্রাণী ব্যবহার, পোস্টার, বিকৃত ছবিসহ ও কনন্টেন্ট প্রচার, রাস্তা বন্ধ রেখে পথসভা, অবহিত করণ ছাড়া জনসভাসহ বিধি নিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের দায়ে ইতোপূর্বে কয়েকজনকে অর্থদন্ড দেয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.