
খালেক পারভেজ লালু উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হল রুমে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার, প্রনব সরকার।সিনিয়র সাংবাদিক ও সমকাল প্রতিনিধি মোন্নাফ আলী,উলিপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য খালেক পারভেজ লালু,এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন,
কালের কন্ঠের প্রতিনিধি রুকুনুজ্জামান মানু, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি হাফিজুর রহমান শাহীন,ফিরোজ কবির কাজল,মতলবুর রহমান, আজকের কাগজ পত্রিকার প্রতিনিধি মোবাশ্বের নেছারি, দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আব্দুর রহিম সহ আরো অনেকে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, প্রাণি ও শিক্ষার মান উন্নয়নে উঠান বৈঠক ও পরামর্শমুলক সেবা প্রদান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান জানান, দেশের উন্নয়নে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের চাবি আপনার হাতে।এছাড়া তিনি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.