
রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: জাতীয় পার্টি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন সাইদুল হক স্বপন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তিনি ব্যক্তিগত কারণে তার পদত্যাগপত্র জাতীয় পার্টি নেত্রকোণা জেলা শাখার সভাপতি এডভোকেট লিয়াকত আলী খানের কাছে পাঠান।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এমনটাই জানান সাইদুল হক স্বপন। পদত্যাগপত্রে সাইদুল হক স্বপন উল্লেখ করেন, "আমি দুর্গাপুর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমি উক্ত পদ থেকে পদত্যাগ করলাম পাশাপাশি প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.