
মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি বর্ণাঢ্য নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন-এর নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া-কে হাত পাখা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজন করা হয় এই কর্মসূচি।
মিছিলটি উপজেলা গেট সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বের হয়ে নাগরপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। চলাকালীন অংশগ্রহণকারীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আল-আমীন মাজহারী, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলার সভাপতি মোঃ সবুর মিয়া, ইসলামী যুব আন্দোলন উপজেলার সভাপতি মুফতি আব্দুল হাদি, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলার সভাপতি মাওলানা মোঃ ইব্রাহীম খলিল বিন ইমারত, জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শহিদুল ইসলাম সিরাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী মিছিল ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সুষ্ঠু ও ন্যায্য ভোট নিশ্চিত করা এবং প্রার্থীকে বিজয়ী করতে সমর্থন জোরদার করা সম্ভব হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.