
নওগাঁ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় নওগাঁ জেলা জিয়া সংসদ এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২১শে জানুয়ারী) সন্ধ্যায় শহরের ঢাকা বাস স্ট্যান্ডের ম্যানিলা কমিউনিটির দ্বিতীয় তলায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জিয়া সংসদ এর সভাপতি সেতু মৈত্র এবং সঞ্চালনা করেন নওগাঁ জেলা জিয়া সংসদ এর সাধারণ সম্পাদক মো: শিপলু হোসেন (বাহাদুর)।
প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি) রানা, খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রয়াত নেত্রীর অবদান স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.