
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রয়াত সাংবাদিক বিশ্বনাথ দাস এর ৫ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ শে জানুয়ারি) নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে দুপুর ১২ টায় নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুর রশীদ তারেক এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম বকুল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ ও মহাদেবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.