
সংবাদের আলো ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়া ও বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতরা।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে পৃথক পৃথক এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন নর্ডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের তিন রাষ্ট্রদূত। এছাড়াও, বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
সাক্ষাতকালে রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান। একইসাথে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় সভায়। পাশাপাশি, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরিবেশ ও দেশের নিরাপত্তাসহ বিভিন্ন দিক নিয়ে কথা হয়। এসময় আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.