
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে সংসদ নির্বাচন ও গনভোট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক, ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তরা। মতবিনিময় সভায় এসময় নানা পেশাজীবী ও সর্বসাধারনরা এতে অংশ নেয়। এসময় অবাধ সুষ্ট নির্বাচন বাস্তবায়নে নানা বিষয়ে মতামত নেয়া হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.