
শেরপুর প্রতিনিধি: শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতা উপলক্ষে এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ জার্সি উন্মোচন করা হয়। এসময় শিশুদের দৌড় প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম।
তিনি জানান, এ দৌড় প্রতিযোগিতায় ১০০ মিটার, ৫০০ মিটার ও ১ হাজার মিটার- এ তিনটি ক্যাটাগরিতে মোট ৬০০ শিশু অংশ নিচ্ছে। শুক্রবার সকাল ৯টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতাটি শুরু হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ছয়টায় স্টেডিয়ামে কিটব্যাগ বিতরণ করা হবে৷ তিনি আরও জানান, এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স-এইমস এর সার্বিক তত্বাবধানে এবং রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে ৫৪ টাকায় অনলাইন ও অফলাইনে এ দৌড় প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়।
এতে শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু ও হরিজন পল্লীর শিশুরাও অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও শেরপুর রানার্স কমিউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.