
সোহেল রানা, চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়এর নবনির্মিত প্রধান ফটক এবং মুক্ত মঞ্চ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই নির্মাণকাজ বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
বুধবার, (১৪ জানুয়ারি) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান ফটক এবং মুক্ত মঞ্চ এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন করতোয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আলহাজ্ব আজম খান,মোঃ সাইদুল ইসলামমোঃ কাইয়ুম সরকার,মোঃ জাহিদ হাসান জহুরুল,উপজেলা শিক্ষা অফিসার আঃ সালাম,মিঠু তালুকদার, এম ওয়াহিদুজ্জামান, শিক্ষক আয়নুল হক প্রমুখ।
প্রধান ফটক ও মুক্ত মঞ্চ নির্মাণের জন্য মোট অর্থ ব্যয় হয়েছে ২২ লক্ষ টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ ছিল ১০ লক্ষ টাকা এবং এনায়েতপুর যুব সংঘ বরাদ্দ ৫০ হাজার টাকা, এনায়েতপুর স্কুল ফান্ড থেকে ১ লক্ষ টাকা, বাকি ১০ লক্ষ ৫০ হাজার টাকার বরাদ্দ দিয়েছে করতোয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই নতুন প্রধান ফটক ও মুক্ত মঞ্চ বিদ্যালয়ের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। উদ্বোধন শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সিরাজুল ইসলাম।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.