
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: উলিপুরে রাতের আঁধারে ফসলি জমি থেকে মাটি উত্তোলন গত ১৩/০১/২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:৩০ থেকে ১:০০ ঘটিকার সময় (১৪/০১/২০২৬) উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকায় আল আরাফাত হোসেন নামের এক ব্যক্তিকে রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি উত্তোলনরত অবস্থায় পাওয়া যায়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনে ১৫ ধারায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে ১,২০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়।
এছাড়াও, ওই দিন উলিপুর পৌরসভায় ব্র্যাক অফিসের পিছনে বুড়িতিস্তার পাড় থেকে মাটি নিয়ে যাওয়ায় মো: রাকিব নামের এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এ ৫০০০/- টাকা জরিমানা করা হয়।মোট ১,২৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়। এছাড়াও, দূর্গাপুর ইউনিয়ন ও পৌরসভার চিলমারী রোডের পাশ থেকে মাটি বহন করার দুইটি ট্রাক্টর জব্দ করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.