
সংবাদের আলো ডেস্ক: স্থূলতা কমানোর ওষুধ হয়তো নেওয়া উচিত ছিল কিন্তু কখনো নেননি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
৭৯ বছর বয়সী ট্রাম্প স্থূলতা কমানোর জন্য কখনোই উইগোভি কিংবা ওজেমপিকের মতো ওষুধ নেননি বলে দাবি করেন।
এর আগে, ২০২০ সালে, প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্পের ওজন ছিল ১১০ কেজি। তার শরীরের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। উচ্চতা অনুযায়ী এই ওজনকে সাধারণত স্থূলতা হিসেবে ধরা হয়।
তবে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ২০২৫ সালের এপ্রিল মাসে প্রেসিডেন্টের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকের জানিয়েছিলেন, তার ওজন ১০১ কেজি। মানে, ৫ বছরের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ৯ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মানদণ্ডে, বডি মাস ইনডেক্স (দেহ-ভর সূচক) অনুযায়ী ট্রাম্পের ওজন স্থূল শ্রেণিতে পড়ে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.