
মানিকগঞ্জ প্রতিনিধি: স্কুল ও মাদ্রাসার অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও পুষ্টিকর খাবার বিতরণ করেছে মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ পৌরসভার ৭ নং পৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই সহায়তা প্রদান করা হয়।
মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট মুহাম্মদ মাছুদুল হক মাছুদ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সহায়তা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের।
বিশেষ অতিথি ছিলেন সিআরপি মানিকগঞ্জের অধ্যক্ষ মো: মাহবুবুল ইসলাম, জাতীয়তাবাদী তাঁতি দল মানিকগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম, খাজা রহমত আলী ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান ও ৭ নং পৌলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন।
প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ মানিকগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ মানিকগঞ্জ জেলা সমন্বয়নকারী মুহাম্মদ মাছুদুল হক বলেন, দেশের অন্যান্য স্থানের মত মানিকগঞ্জেও হাড় কাঁপানো শীত জেকে বসেছে। এই পরিস্থিতিতে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ২০০ অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে কম্বল এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। তিনি সামর্থ্যবান ব্যক্তিদের শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের বলেন, ঘন কুয়াশা ও তীব্র শৈত্য প্রবাহে মানিকগঞ্জের খেটে খাওয়া মানুষ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এই পরিস্থিতি সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি সংস্থা ও ধনাঢ্য ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
ক্ষুদ্র আয়োজন হলেও মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের এই সহায়তা সামর্থ্যবান অন্যান্যদের উদ্বুদ্ধ করবে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামন বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.