
কাকে দেখে আড়ি লাগে
মনে লাগে দ্বন্দ্ব
কার ফুলে ঘ্রাণ লাগে
মোজা-পচা গন্ধ।
কার মুখ দর্শনে
তেঁতে ওঠে গাত্র
বিষ লাগে মনে মনে
কার মধুপাত্র?
তার সাথে দেখা হলে
মুখে রাখো হর্ষ
গ্লানি ভুলে হেসে বলো
শুভ নববর্ষ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.