
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র উদ্যোগে স্থানীয় আর, ডি.এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন। আয়োজকরা জানান, জানুয়ারী ১-৩ তারিখ পর্যন্ত দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম চলবে।
এতে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ বিতরণ এবং প্রয়োজন অনুযায়ী চোখের অপারেশনের সুবিধা পাবেন। আয়োজকরা আরো জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর মাহমুদসহ আনসার ও ভিডিপি’র বিভিন্ন পর্যায়ের দলনেতা-দলনেত্রী ও সদস্যরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.