
সংবাদের আলো ডেস্ক: ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে বাংলাদেশ হাইকমিশনে যান তিনি।
হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেছেন রাজনাথ সিং। এ সময় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে বুধবার ঢাকায় আসনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.