
সংবাদের আলো ডেস্ক: আন্তর্জাতিক জলসীমায় মাদকবাহী সন্দেহে আবারও বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড।
বুধবার (৩১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
সাউদার্ন কমান্ডের দাবি, মাদক পরিবহনের অভিযোগে চালানো হয়েছে এসব হামলা। যাতে অন্তত ৮ জন নিহত হয়েছে। একইসঙ্গে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে ঘটনাস্থলে মার্কিন কোস্টগার্ডকে তৎপর হওয়ার নির্দেশও দেয়া হয়েছে।
এক বিবৃতিতে ওয়াশিংটন জানায়, মঙ্গলবার একটি নৌযান টার্গেট করে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। যাতে তিনজন নিহত হয়। পরে আরেক বিবৃতিতে আরও দুটি নৌযানে হামলার তথ্য জানায় তারা। এই হামলায় প্রাণ গেছে পাঁচজনের।
গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১১৫ জনের।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.