
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের কর্মীসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
গ্রেফতারকৃত হলো উপজেলার পশ্চিম চান্দরা এলাকার মৃত হাসান আলীর ছেলে জিয়া উদ্দিন(৪৯) সে পৌর ৭নং ওর্য়াড আ’লীগের সংক্রিয় কর্মী।
পুলিশ সূত্র জানায় ২৪ এর জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলো। পরে মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে চন্দ্রা এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রহত্যা ও নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।
অপরদিকে বুধবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দা সিপির গেইট এলাকায় রনি মিয়া(২৮) নামে এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। সে গাজীপুর টঙ্গী পূর্বথানার শীলমন গ্রামের আব্দুল মান্নানের ছেলে।সে ছিনাতাইয়ের চেষ্টাকালে জনতা তাকে আটক করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানায় গ্রেফতারকৃত আ’লীগের এক সংক্রিয়কর্মী ও ছিনতাইকারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.