
শেনপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে বশবতীতে চরশেরপুর হাইট্রাপাড়া গ্রামে প্রায় তিন শতক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ৷ ২৮ ডিসেম্বর ( রবিবার) সকালে চরশেরপুর হাইট্রাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত চাষির দাবি, পরিকল্পিতভাবেই তাঁর ফসল নষ্ট করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বশবতী গ্রামের কৃষক রহমত আলীর ছেলে রাকিব আট মাস পূর্বে তার চাচা সোলায়মান হোসেনের নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকায় ২০ শতাংশ জমি বন্দকী নিয়ে প্রায় তিন শতক সরবি কলার চারা রোপন করেন৷ রাকিবদের সাথে অভিযুক্ত সোলায়মানদের বসত ভিটার জমি সংক্রান্ত বিরোধ চলছে ৷ তারই প্রেক্ষিতে তাদের উভয়ের মধ্যে জমি বিষয়ে কথা কাটাকাটি ও ঝগড়া - বিবাদ হয় ৷ অভিযোগ, সেই বিবাদের জেরেই রবিবার সকালে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে জমিতে ঢুকে প্রায় তিন শতক কলাগাছ কেটে ফেলে। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, “কলাগাছগুলো অধিকাংশ ফলযুক্ত ছিল ৷
কয়েক মাসের পরিশ্রম এক মুহূর্তেই শেষ হয়ে গেল। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।” তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। তাঁদের কয়েকজন জানান, জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চললেও এ ধরনের ক্ষতিকর ঘটনা এই প্রথম ঘটল। এভাবে ক্ষতি করাটা ঠিক হয়নাই ৷ এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.