
সংবাদের আলো ডেস্ক: জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলেছেন ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হককেও কাঁধে নিতে দেখা যায়।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর জানাজার পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এমন দৃশ্যের দেখা মেলে।
আপসহীন নেত্রীকে শেষ বিদায়ের এই মুহূর্তটি লাখো মানুষের হৃদয়ে শোকের আবহকে আরও ঘনীভূত করে তোলে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে সম্পন্ন হয় খালেদা জিয়ার জানাজা। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিকরা অংশ নেন।
জানাজা শুরুর আগে জিয়ার স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরিবারের পক্ষে কথা বলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোটা জাতির কাছে মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চেয়ে বেহেশত কামনায় দোয়ার অনুরোধ জানান তিনি।
এদিন সকাল থেকেই আপসহীন ও দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায়। জানাজার স্থলে জায়গা না পেয়ে খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি এলাকা পর্যন্ত বিস্তৃত হয় লাখো মানুষের।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.