
আখতার হোসেন খান, ভূঞাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ (৩০ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শামিম আল মামুন, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, শাহ আলম প্রামাণিক, আখতার হোসেন খান, প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের নব নির্বাচিত সহ সভাপতি আব্দুল আলীম আনন্দ।
এ সময় সাংবাদিকরা বলেন, আপোসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারালো। যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে জানান, মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.