
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি ইট ভাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ও অবৈধভাবে ইট তৈরির দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি।
মঙ্গলবার ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, নেত্রকোনা এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
“ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” অনুযায়ী পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন।
অভিযানে আটপাড়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ এবং আটপাড়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
মোবাইল কোর্ট চলাকালে দুইটি (০২) অবৈধ ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয় এবং পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে এক লক্ষ বিশ হাজার (১,২০,০০০/-) টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ দূষণ রোধে এবং আইন বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.