
সংবাদের আলো ডেস্ক: সবাই মিলে নতুন করে দেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজকে যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই সেজন্য আমরা যদি এখন রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা হবে। আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।
তারেক রহমান আরও বলেন, দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য ততটুকো করতে যেন সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে দরকার হলে তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি।
এ সময় মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন তারেক রহমান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.