
লালমনিরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল।
সোমবার ২৯ তারিখ দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোকন উদ্দিন বাবুল বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করছে। তিনি কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় বিএনপির প্রার্থিতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.