
মোঃ আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ রবিবার সিরাজগঞ্জ জেলা সাইবার দলের প্যাডে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্দেশনায় এ কমিটি অনুমোদন করা হয়।
এতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউল্লাহ রাজু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। অনুমোদিত কমিটিতে নুর আলমকে সভাপতি, আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক এবং সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পদে মোট ১৩ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি ঘোষণার সময় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। জেলা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তি খাতে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত এবং গতিশীল হবে। পাশাপাশি সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরবে।
তারা আরও জানান, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম জোরদার করা হবে। এ সময় নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.