
রিফাত, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল নাগরপুর উপজেলা শ্রমিক দলের স্থগিত কমিটি দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর পুনরায় চালু এবং বহাল করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া এবং সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও প্রভাবশালী নেতা মোঃ রবিউল আলম লাভলুর সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুনর্বহালকৃত এই কমিটিতে মোঃ আরিফুল ইসলাম নবা-কে সভাপতি, মোঃ গোলাম মওলা (মোস্তফা)-কে সাধারণ সম্পাদক এবং মোঃ জাকারিয়া হাসান জাকির-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটি মোট ৬১ সদস্যবিশিষ্ট।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে শ্রমিক দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে কমিটিকে পূর্ণ কার্যকারিতা প্রদান করা হয়েছে। রবিউল আলম লাভলুর সুপারিশ এবং কেন্দ্রীয় ও জেলা নেতাদের সমন্বিত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা।
কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা দলের আদর্শ মেনে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং নাগরপুর উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করবেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.