
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. ওয়াজ আলীকে (৬০) বগুড়া থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ ও র্যাব। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত ওয়াজ আলীকে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল, বগুড়ার শেরপুর থানা পুলিশ ও র্যাবের একটি দলের সমন্বয়ে অভিযান চালিয়ে শেরপুর পৌর শহরের কসাইপট্টি মহল্লার একটি বাড়ি থেকে ওয়াজ আলীকে গ্রেফতার করে।
পরে রাতেই তাকে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, ২০১২ সালের ২৩শে আগষ্ট সকালে উপজেলার পোতাজিয়া বাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় কলেজ ছাত্র ছাব্বির। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে নিহত ছাব্বিরের পিতা ওসমান শেখ বাদী হয়ে ওয়াজ আলীকে প্রধান আসামি করে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ ১৩ বছর বিচারিক কাজ চলার পর গত বছরের ২৪শে আগষ্ট আদালত প্রধান আসামি আয়েজ আলী সহ ৭ জনকে যাবজ্জীবন এবং ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন । তখন থেকেই আয়েজ আলী পলাতক ছিল। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াজ আলীর অবস্থান সনাক্ত করে র্যাবের সহযোগিতায় শেরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে গ্রেফতারকৃত ওয়াজ আলীকে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.