
সংবাদের আলো ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানের জাতীয় পরিচয় পত্রের কাজ আজকের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, তারেক রহমান ও জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে আগামীকাল রোববার কমিশনে পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এর আগে, শনিবার জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সম্পন্ন করেন তারেক রহমান। প্রথমে ভোটার হতে অনলাইনে ফরম পূরণ করেন তিনি। এরপর আগারগাঁও নির্বাচন অফিসে যান তারেক রহমান। সেখানে তার ছবি তোলা হয়। এরপর ফিঙ্গার, আইরিশ ও বায়োমেট্রিক সম্পন্ন করেন তিনি।
জানা গেছে, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তিনি।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ফিঙ্গার দেয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.