
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)’র ট্রাক মার্কার সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী।মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, উলিপুর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
মনোনয়নপত্র সংগ্রহকালে তিনি বলেন, “সমৃদ্ধ উলিপুর গড়ার অঙ্গীকার নিয়ে আমি জনগণের পাশে থাকতে চাই। উলিপুরের স্থানীয় সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে চাই এবং ওয়েলফেয়ার পলিটিক্স—অর্থাৎ সমস্যা সমাধানের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। কুড়িগ্রামের নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন জোরদার করা হবে আমার অগ্রাধিকার।”এসময় উপস্থিত ছিলেন প্রার্থীর বাবা লিয়াকত আলী সরকার। এছাড়াও গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.