
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কর্মীদের সাংগঠনিক মান উন্নয়নে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামাতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এনায়েতপুরে শহীদ হাফেজ সিয়াম হোসেন হল অডিটরিয়ামে থানা জামায়াত ইসলামীর আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ আলী আলম।
সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাক্তার সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। এসময় এনায়েতপুর থানা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন, বেলকুচি উপজেলার নায়েবে আমির মাওলানা নুরুন-নবী সরকার, সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান শামীম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলী আলম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দ্বীন কায়েমের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে। এ জন্য জামায়াতের প্রতিটি কর্মীকে ইসলামের যথাযথ জ্ঞান ও আমলের প্রতিযোগীতা করতে হবে। এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে এ দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে এবং এদেশের স্বাধীনতা সার্বভোমত্ব অধিকতর সুরক্ষিত হবে। তাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের প্রতিটি কর্মী নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.