
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো পশ্চিম চান্দরা এলাকার মোবারক হোসেনের ছেলে সাগর আহমেদ(২৭)। সে পৌর ৭নং ওর্য়াড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্র জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই পলাতক ছিলো। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রহত্যা ও নাশকতার অভিযোগ রয়েছে। পরে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পল্লীবিদ্যুত এলাকা থেকে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যা ও নাশকতার অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.