
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগী ও মাঠপর্যায়ের পরীক্ষিত নেতা হিসেবে রোকন উদ্দিন বাবুলের ওপর আস্থা রেখে তাঁকে এই আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি।
রাজনৈতিক জীবনে দেড় দশকেরও বেশি সময় ধরে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় বিএনপির রাজনীতি, আঞ্চলিক আন্দোলন এবং অধিকারবঞ্চিত মানুষের পক্ষে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন রোকন উদ্দিন বাবুল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে কখনো মতাদর্শিক বিচ্যুতি বা অবস্থান পরিবর্তনের অভিযোগ ওঠেনি।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও তিনি আওয়ামী লীগের প্রার্থী ও তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের কাছে পরাজিত হন। বর্তমানে রোকন উদ্দিন বাবুল লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, বিএনপির প্রথম ধাপে লালমনিরহাট সদর-৩ আসনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.