
সংবাদের আলো ডেস্ক: মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিবেশবান্ধব অত্যাধুনিক গণপরিবহন মেট্রোরেলকে আরও জনপ্রিয় করতে, সেবার ওপর আরোপিত ভ্যাট ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি ছিল। এখন এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এনবিআরকে সুপারিশ করেছিল। এর আগে ১১ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত রাখা হবে।
বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত ও গণপরিবহন। কিন্তু মেট্রোরেল চালুর পর শুরু থেকেই, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির অনুরোধে এই সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.