
এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জের দুর্গম যমুনার চরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানার স্থল ইউনিয়ন বিএনপির আয়োজনে ছোট চৌহালী চরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশীর্বাদ প্রাপ্ত জাগোদলের প্রবীণ কর্মী ও এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন বিএনপি'র সাবেক আহ্বায়ক হাজী এমদাদুল হক। দোয়া অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশীর্বাদ প্রাপ্ত জাগোদলের প্রবীণ কর্মী ও এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টারকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক ছানোয়ার হোসেন বেপারী, জহুরুল ইসলাম জোদ্দার, বিজয় আহমেদ ও স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক জাকির হোসেন বেপারী, থানা সদস্য হারান সরকার ও রফিকুল ইসলাম সুপি, থানা কৃষকদলের সভাপতি ইদ্রিস ভূইয়া ও তাঁতী দলের সভাপতি আনসার আলী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.