
নওগাঁ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দুবলহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।
দুবলহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, সদর উপজেলা বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার হোসেন চঞ্চল, জেলা ছাত্র দলের সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা,
নওগাঁ পৌর বিএনপির ৮নং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃত্ব উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.