
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় রোববার রাতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে খবর ঘটনাস্থল থেকে রাতের দশটার দিকে লাশ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে ফাড়িঁ পুলিশ।
পুলিশ সূত্র জানায় ওই যুবক রাতের সাড়ে সাতটার দিকে রেললাইনে হাটাহাটি করছিলো। এসময় উত্তরবভঙ্গ থেকে ছেড়ে আসা সিরাজগজ্ঞ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়।এসময় শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত হয়নি।
কালিয়াকৈর হাইটেকসিটি রেলওয়ে স্টেশন কর্মকর্তা খাইরুল ইসলাম জানায় লাশ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ নিয়ে গেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.