
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় প্রতিবন্ধি কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ ও ভিডিও ধারন করে কিশোরীর পরিবারকে ব্লাকমেইল ও হামলার মামলায় প্রায় ছয় মাস পর শুক্রবার রাতে রাকিব হাসান (২১) কে গ্রেফতার করেছে র্যাবÑ১ এর দল।
পরে তাকে রাতেই কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হলে শনিবার সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত যুবক হলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চর বকশিয়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। সে বিশ্বাসপাড়া এলাকায় বাড়া বাড়িতে থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকরি করতো।
পুলিশ সূত্র জানায় গত ২৩ আগস্ট দুপুরে ফাঁকা বাড়িতে ওই প্রতিবন্ধি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন নাইম নামের এক যুবক। এসময় মোবাইলফোনে সেই ধর্ষণের ভিডিও ধারণ করে ধর্ষকের চারবন্ধু শাকিল, সাব্বির, শামিম ও রাকিব। পরে সেই ভিডিও নেটে ছেড়ে দেয়ার হুমিক দেখিয়ে ওই কিশোরীর পরিবারের কাছে চাদা দাবি করেন। চাদা দিকে অশিকৃতি জানালে কিশোলীর ভাড়া বাড়িতে হামলা করেন ধর্ষক ও তার বন্ধুরা।
পরে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ওই ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনার পরেই কিশোরীর পিতা ৫ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় ধর্ষণ মামলা করলে। ঘটনার পর থেকেই ওই চার বন্ধু গা ঢাকা দেয়। এর আগে পুলিশ গোপন ওই ঘটনার মুল হোতা সহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এদিকে শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে এ মামলার এজাহার ভুক্ত আসামি রাকিবকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার কওে র্যাব-১ এর গাজীপুর পোরাবাড়ি ক্যাম্প। এদিকে এখনোও এ মামলার ভিডিও ধারন কারি সাব্বির ও শামিম পলাতক রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় যুবককে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.