
খালেক পারভেজ লালু উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৯) ডিসেম্বর জুমার নামাজ শেষে উপজেলার মসজিদুল হুদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদুল হুদা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে ইনকিলাব মঞ্চ উলিপুর শাখার ব্যানারে এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারাবী, যুবনেতা নাজমুল হকসহ ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাযজ্ঞ। তারা এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ থেকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.