
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দুই নেতাকর্মীকে বুধবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রহত্যা ও নাশকতার মামলায় গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার মৌচাক পূর্বপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে ও মৌচাক ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক শাহজাহান আলী(৪৫), ও হরিনহাটি এলাকার আব্দুল গফুর প্রামানিকের ছেলে ও ৭নং ওর্য়াড শ্রমিকলীগের সাধারন সম্পাদক সেলিম হোসেন(৪৩)।
পুলিশ সূত্র জানায় ২৪ এর গনঅভ্যুস্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আ’লীগ সরকার পতনের পর থেকেই গ্রেফতারকৃতরা পলাতক ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে ছাত্রহত্যা ও নাশকতার মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় দুই আ’লীগের নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.