
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: ২৪ এইচএসসি ১৬ শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি মেডিকেলে কলেজে ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করায় হেলিকপ্টারে করে ভ্রমণের মধ্য দিয়ে শেষ হলো গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার দিনব্যাপি আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বর্ষ সমাপনী অনুষ্ঠান।
সকালে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ ব্যতিক্রমের আয়োজনের উদ্বোধন করেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জলিল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মজিবুর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেলায়ার হোসেন, উপাধাক্ষ্য আমিনুল ইসলাম, সমন্ময়(স্কুল শাখা) শেখ আব্দুর রহমান, আনন্দ কুমার দাস, মোখলেছুর রহমান, সিরাজুল ইসলামসহ অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
মেডিকেল কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পাবলিক ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করলে হেলিকপ্টারে ভ্রমণ করাবেন। এমনি প্রতিশ্রুতি রক্ষায় ভ্রমণ করানো হলো কৃতি শিক্ষার্থীদের এমন আয়োজনেএ অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার উৎসাহ বাড়বে বলে জানান আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ চেয়ারম্যান জলিল উদ্দিন। তিনি আরো জানান বরবর আমাদের এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ ভানো রেজাল্ট অর্জন করে। এছাড়াও শিক্ষার্থীর পাঠ্যদানে মানউন্নয়নে সব সময় আমরা অঙ্গিকার বদ্ধ।
এসময় ২৪ সালের এইসএসসি পরিক্ষায় কৃতর্কায হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ১৬জন শিক্ষার্থীকে হেলিকাপ্টারে করে ভ্রমন করিয়ে সংর্ব্বধনা দেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রায় তিন হাজার শিক্ষার্থী ও প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.