
শেরপুর প্রতিনিধি: শেরপুরে অবৈধ ৩ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে প্রত্যেক ইটভাটার মালিককে ৩ লাখ করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী শেরপুর সদর এবং ঝিনাইগাতী উপজেলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ ও কাজী রিজওয়ানুল হক।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জেলায় সরকারের অনুমোদন ছাড়া অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে। তাই এসব ইটভাটার কার্যক্রম বন্ধে শেরপুর সদরের তাতালপুর মনকান্দা এলাকায় অবস্থিত মেসার্স আশিকা ব্রিকস, মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস এবং ঝিনাইগাতী উপজেলার মেসার্স বিপি ব্রিকসে যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন। এসময় ওই তিন ইটভাটাকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ জরিমানা করা হয়। একইসাথে এসব ইটভাটার তৈরিকৃতত কাঁচা ইট ভেঙে দেওয়া হয় ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়। পাশাপাশি ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.