
সংবাদের আলো ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি। দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। তাই মেগা প্রজেক্টে যাবে না বিএনপি। শিক্ষা,স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে রাষ্ট্রের অর্থ খরচ করা ইচ্ছে বিএনপির।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশনে বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষকম এক কর্মসূচিতে এই কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, স্বৈরাচারের পুরো সময়টায় শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, সাধারণ মানুষের মানবাধিকারও হরণ করা হয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতন,হত্যা,গুমের শিকার হয়েছিল। দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায়না বিএনপি। তিনি আরও বলেন, অন্য দল ও ব্যক্তির রাজনৈতিক আদর্শ উপস্থাপনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
তিন আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে চাই। এ সময় শিক্ষার জন্য বিএনপি সরকারের গৃহীত উদ্যোগের সুফল বাংলাদেশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.