
খালেক পারভেজ লালু উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের ৫২৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে লটারির মাধ্যমে বদলি ও পুনর্বিন্যাস করা হয়েছে। এ উদ্যোগের আওতায় কুড়িগ্রাম জেলার ১১ টি থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।এরই ধারাবাহিকতায় উলিপুর থানার নতুন ওসি হিসেবে যোগদান করেন সাঈদ ইবনে সিদ্দিক।
তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে থানার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।দায়িত্ব গ্রহণের পর ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, উলিপুর উপজেলাকে মাদকমুক্ত রাখা, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা সুদৃঢ় করা আমার প্রথম অঙ্গীকার।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশের কার্যক্রম আরও গতিশীল করা হবে।তিনি আরও বলেন , এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশ সেবা নিশ্চিত করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.