
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনা শহরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদহীন ল্যাক্টোজ ও এমআরপি-বিহীন হোমিওপ্যাথি পণ্য রাখার দায়ে বেঙ্গল হোমিও হল কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ‘সাধনা’ নামের আরও একটি প্রতিষ্ঠানকে এমআরপি ও ডিআর নম্বর না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান এবং পাবনা সদর থানা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, মেয়াদহীন ও প্রয়োজনীয় মান যাচাই-বাছাই ছাড়া ওষুধজাত পণ্য বাজারজাত করা গুরুতর দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.