
সংবাদের আলো ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন নিয়ে একটি জরিপের রিপোর্ট বের হয়েছে আজ। সেখানে ৬৬ ভাগ উত্তরদাতা বিএনপির পক্ষে মত দিয়েছে। এতে হতাশ ও নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে।
কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে, তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না এবং কোনও ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে 'বিএনপির দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক তৃতীয় দিনের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, দেশের একটি দৈনিক পত্রিকার উদ্যোগে আসন্ন নির্বাচনের বিষয়ে একটি জরিপ করা হয়, যা আজ প্রকাশিত হয়েছে। যেখানে ওঠে এসেছে আগামীতে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি প্রাধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তারেক রহমান।
নজরুল ইসলাম খান বলেন, বিগত সরকার বড় বড় এক্সপ্রেসওয়ে, সেতু, মেট্রোরেল করেছে। কিন্তু পাশাপাশি জনগণের মৌলিক ন্যূনতম আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে গেছে। একদিকে কিছু মানুষ কোটিপতি হয়, আরেক দিকে লাখ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে পড়ে যায়। এই অবস্থা গ্রহণযোগ্য নয়, এটাকে উন্নয়ন বলে না। কীভাবে বিএনপি উন্নয়নের স্বপ্ন দেখে, সেটি এই অনুষ্ঠানের মধ্যমে সবাই জানতে পারবে। সেই উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় বিএনপি।
একই অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.