
উজ্জ্বল অধিকারী: স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে দেশে কেউ শান্তি দিতে পারেনি। মানুষের স্বপ্ন পূরণ করতে পারেনি, দেশের প্রধান সমস্যা দুর্নীতি। এবার জাতি চাঁদাবাজদের থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। সোমবার (০৮ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের সিরাজগঞ্জ-৫ আসনের আয়োজনে বেলকুচি পৌর এলাকার শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে হাত পাখার গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বিএনপির উদ্দেশ্য বলেন, সঠিক সময়ে নির্বাচন নিয়ে তালবাহানা করলে গণঅভ্যুত্থান নয় গণ বিপ্লব হবে। যথা সময়ে সঠিক নির্বাচন দিতে হবে। আগামী নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেই বাংলাদেশ গড়া হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের মধ্যে সার সরবরাহ করতে ব্যর্থতার দায় ডঃ ইউনুস কে নিতে হবে। কোন চাঁদাবাজ কে দেশের সম্পদ চুরি করতে দেয়া হবে না।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বেলকুচি থানা আমির মাওলানা রেজাউল করিম। সমাবেশে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের দলের মনোনীত প্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সভাপতি মাও আব্দুস সামাদ, চৌহালী সভাপতি প্রফেসর আব্দুস ছাত্তার ও এনায়েতপুর থানা সভাপতি মুফতি আলমগীর হোসেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.