
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেশি গ্রামে সরকারি খাসজমিতে জরাজীর্ণ একটি ঘরে বসবাস করেন মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০)। ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই তিনি কর্মক্ষমতা হারিয়েছেন। জায়গা-জমি বা স্থায়ী কোনো সম্বল না থাকায় মানবেতর জীবন যাপন করছেন তিনি ও তাঁর বৃদ্ধ মা। জাহাঙ্গীরের মা বয়সের ভারে ন্যুব্জ হলেও ছেলের চিকিৎসার জন্য প্রতিদিন ঘরে ঘরে গিয়ে সাহায্য চান। অন্যের দয়ার ওপর ভর করেই কোনোমতে চলছে তাদের দু’জনের সংসার।
চিকিৎসার ব্যয় বহন করা এখন তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জাহাঙ্গীরের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত। আপনারা একটু সাহায্য করলে আমার ছেলের চিকিৎসা করাতে পারবো। আমি আর কোথায় যাব?” জাহাঙ্গীরও চিকিৎসার জন্য মানুষের সহযোগিতা চান।
তিনি বলেন, “আমার মা ছাড়া কেউ নাই। আমি বাঁচতে চাই। আমার মা অন্যের কাছে সাহায্য চেয়ে আমার চিকিৎসা করছে। আমি সুস্থ হয়ে মাকে নিয়ে বাঁচতে চাই।” মানবিক এই সংকট মুহূর্তে সমাজের বিত্তবানসহ সকলের কাছে জাহাঙ্গীরের চিকিৎসায় সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করতে পারেন-

০১৭৮২৪৬৭৮১২ (নগদ/বিকাশ) একটি জীবন বাঁচাতে আপনার ছোট্ট সহযোগিতাই হতে পারে বড় সহায়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.