
মনজুরুল হক, নালিতাবাড়ী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী পথসভা করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী।
পথসভায় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, আমিনুল ইসলাম জিন্নাহ, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শহর বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.