
সংবাদের আলো ডেস্ক: দর্শকদের জন্য বড় চমক থাকছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য প্যানেলে। ব্রডকাস্টিংয়ের মান বাড়াতে আসছেন মাইক্রোফোন হাতে দুনিয়া দাপানো সাবেক তারকারা।
বিসিবি সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের ড্যানি মরিসনের পাশাপাশি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস, সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা, শ্রীলঙ্কার পারভেজ মাহারুফের মতো অভিজ্ঞ ধারাভাষ্যকারদের আনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্থানীয় ধারাভাষ্যকারদের পাশাপাশি পুরো আসরজুড়ে থাকবেন এই আন্তর্জাতিক তারকারা।
শুধু ধারাভাষ্যেই নয়, পরিবর্তন আসছে আয়োজক ব্যবস্থাপনায়ও। এবারের আসরের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তুলে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পেশাদার প্রতিষ্ঠানের হাতে।
বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করতে আসার আগে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দুই সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনুস ও রমিজ রাজা। বিপিএলের প্রশংসাও করেছেন তারা।
আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। সিলেটের পর চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরে পর্দা নামবে ২৯ দিনের এই টুর্নামেন্টের।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.